ছবি:সংগৃহীত
করোনা ভাইরাসের কাছে যেন বার বার হার মানতে হচ্ছে। কোভিড-১৯ মহামারীতে সবকিছুই এলোমেলো হয়ে পড়েছে। করোনার প্রভাবে বিশ্বে সকল ক্রীড়া বন্ধ হওয়ায় প্রথমে দু’সপ্তাহ লা লিগার সব খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। তবে পরিস্থিতে ভয়াবহ রূপ নেওয়ায় এবার স্প্যানিশ ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই লিগটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা এসেছে।
শুধু লা লিগা-ই নয়, স্পেনের সব ধরনের ফুটবল স্থগিত করা হলো। সোমবার এক যৌথ বিবৃতিতে স্প্যানিশ সকার ফেডারেশন ও লা লিগা এমনটি জানায়।
সেখানে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্প্যানিশ ফুটবল স্থগিত থাকবে।
বিবৃতিতে আরও জানানো হয়, পরিস্থিতি ‘স্বাস্থ্যের জন্য ঝুঁকিমুক্ত হলে’ খেলা আবার শুরু হবে।
ইতালির পর ইউরোপে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ হাজার ৩১১ জন।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।