চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হওয়ার কথা ছিল ৩০ মে, ইস্তানম্বুলে। ২৭ মে, দনেস্কের হওয়ার কথা ছিল ইউরোপা লিগের ফাইনাল।
অনির্দিষ্টকালের জন্য ইউরোপা-চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পেছানোর ব্যাপারে উয়েফা এক বিবৃতিতে জানায়, ‘ইউরোপে কোভিড-১৯ সংকটের ফলস্বরূপ, উয়েফা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে ম্যাচগুলো স্থগিতের, যা মূলত হওয়ার কথা ছিল ২০২০ সালের মে মাসে। উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, উয়েফা ইউরোপা লিগ ফাইনাল এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালও স্থগিত রাখা হয়েছে। ’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সময়সূচি সাজানো নিয়ে। ’
এর আগে ইউরো-২০২০ ফুটবল আসর এক বছর পিছিয়ে ২০২১ সালে নিয়ে যায় উয়েফা কর্তৃপক্ষ। পাশাপাশি জুনে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ ফাইনালের নতুন সূচি নির্ধারিত হয়।
এক ভিডিও কনফারেন্স মিটিংয়ে উয়েফার বোর্ড পরিচালকরা ক্লাব পর্যায়ের শীর্ষ দুই লিগের ফাইনালের জন্য নতুন তারিখ ঠিক করেন। যেখানে বলা হয় চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ জুন। আর দ্বিতীয় সেরা ইউরোপা লিগের ফাইনালের জন্য ঠিক হয় ২৪ জুন।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
ইউবি/এমএমএস