ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনা: দুস্থদের পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
করোনা: দুস্থদের পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন আমিনুল। ছবি: বাংলানিউজ

ঢাকা: করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানী ঢাকার রূপনগর এলাকায় নিজ বাসভবনে শতাধিক পরিবারের মাঝে খাবার সামগ্রী ও করোনা সুরক্ষা দ্রব্যাদি বিতরণ করেন তিনি। এসময় তার ছেলে আবরার হক উপস্থিত ছিলেন।

বিতরণকৃত খাবার ও সুরক্ষার দ্রব্যের মধ্যে ছিল চাল, ডাল, আটা, আলু, তেল, পেঁয়াজ, লবণ, সাবান প্রভৃতি।

আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুনির্দিষ্ট নির্দেশনায় তিনি তার এলাকার অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছেন। তার এই সহযোগিতা অব্যাহত থাকবে।

করোনায় আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে সাবেক এই ফুটবলার বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী তাদের সাধ্যমতো জনগণের পাশে থাকবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এমএইচ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।