কিছুদিন আগে তার শরীরে করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেয়। এরপর চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর তার শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়।
করোনা ভাইরাস পজিটিভ হওয়ার কথা নিজেই নিশ্চিত করেছেন কার্লোস। স্প্যানিশ সংবাদমাধ্যম 'এল নর্তে দে কাস্তিয়া'কে তিনি জানান, শারীরিকভাবে তেমন অসুবিধা হচ্ছে না তার। তবে কয়েকদিন আগে জ্বর ও মাংসপেশিতে ব্যথা অনুভব করেছেন। কিন্তু এখন তার সমস্যা শুধুই একটি, আর তা হলো খাবারে অরুচি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পেনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭১০ এবং মৃতের সংখ্যা ১০ হাজার ৯৩৫। আর সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩০ হাজার ৩২৪ এবং মৃতের সংখ্যা ৫৪ হাজার ২০৭।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এমএইচএম