ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

খেলা নেই, ক্লাবগুলোতে ঝুলছে তালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
খেলা নেই, ক্লাবগুলোতে ঝুলছে তালা ছবি: শোয়েব মিথুন

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক ও ঘরোয়া তথা সব ধরনের খেলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। এমন অবস্থায় দেশের প্রায় প্রতিটি স্টেডিয়ামেই বিরাজ করছে সুনসান নীরবতা। বেশিরভাগ স্বনামধন্য ফুটবল ক্লাব ও ফেডারেশনগুলোতে ঝুলছে তালা। ঢাকা শহরের এমন স্টেডিয়াম ও তালাবদ্ধ ক্লাবের ছবি তুলে এনেছেন বাংলানিউজের সিনিয়র ফটো সাংবাদিক শোয়েব মিথুন 

পাঠকদের জন্য নিচে এমন কয়েকটি চিত্র তুলে ধরা হলো।

.করোনার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বন্ধ থাকায় তালা ঝুলছে দেশের দুই ঐতিহাসিক ফুটবল ক্লাব ঢাকা আবাহনী ও মোহামেডানের গেইটে।

 

.তালা ঝুলছে প্রিমিয়ার লিগের আরেক ফুটবল ক্লাব ব্রাদার্স ইউনিয়নের গেইটেও।  

.বন্ধ চলতি বছরের ফেডারেশন কাপের রানার্স-আপ রহমতগঞ্জ দরোজা।  

.

তালা ঝুলছে দেশের আরেক ঐতিহাসিক ফুটবল ক্লাব আরামবাগের গেইটেও।

.একলা পড়ে আছে অনুশীলন মাঠ।  

.সময় খেলোয়াড় ও কর্মকর্তাদের পদচারণায় মুখর বাফুফে-ও এখন সম্পূর্ণ নিশ্চুপ।  

.লোক সমাগম নেই ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সামনে।  

.এমনকি টেনিস ফেডারেশনেরও গেইটেও ঝুলছে তালা।  

.তালাবদ্ধ ঢাকা লিগের ক্লাব ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

.একই অবস্থা ওয়ারী ক্লাবেরও।

.একদম ভিড়ভাট্টা নেই তালাবদ্ধ আজাদ স্পোর্টিং ক্লাবের সামনে।  

.লালবাগ স্পোর্টিং তালাবদ্ধ থাকলেও করোনা রোধে দরজার সামনে জন-সাধরণদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।  

.একটি দর্শকশূন্য ও তালাবদ্ধ খেলার মাঠ।

100%ফটক বন্ধ ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবের।

.তালাবদ্ধ দিলকুশা স্পোর্টিং ক্লাবের সামনে ঝুলছে মুজিব বর্ষের শুভেচ্ছার পোস্টার।  

.সগৌরবে দাঁড়িয়ে আছে তালাবদ্ধ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।  

.করোনার কারণে বন্ধ সোনালী অতীত ক্লাব যেন সবকিছুর রূপক হয়ে দাঁড়িয়ে আছে।  

.

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।