ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

'ভুয়া সংবাদ', রোনালদিনহো ও ইন্টার মিলান ইস্যুতে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
'ভুয়া সংবাদ', রোনালদিনহো ও ইন্টার মিলান ইস্যুতে মেসি রোনালদিনহোর কারামুক্তি ও ইন্টার মিলান সংযোগের ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করে পোস্ট করেছেন মেসি/ছবি: সংগৃহীত

সম্প্রতি লিওনেল মেসিকে ঘিরে দুটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইউরোপের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছিল, আগামী গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে ইন্টার মিলানে পাড়ি দিতে পারেন বার্সা অধিনায়ক। এদিকে সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি ও সাবেক সতীর্থ রোনালদিনহোকে কারামুক্ত করতে বিশাল অঙ্কের অর্থ খরচ করেছেন মেসি, এমন সংবাদও ছড়িয়ে পড়েছিল। কিন্তু দুটি সংবাদই 'ভুয়া' বলে জানিয়েছেন তিনি।

৩২ দিন পর প্যারাগুয়ের কারাগার থেকে ছাড়া পেয়েছেন রোনালদিনহো ও তার ভাই রবার্তো অ্যাসিস। তবে এজন্য তাদের ১.৬ মিলিয়ন ডলার মুচলেকা দিতে হয়েছে।

'টিএনটি' স্পোর্টস'র রিপোর্টে দাবি করা হয়েছিল, 
এই অর্থ প্রদান করেছেন মেসি। মূলত অর্থাভাবে থাকা রোনাদিনহো হুট করে এত বিশাল অঙ্কের অর্থ কোথায় পেলেন এমন প্রশ্ন থেকেই এই গুজব ছড়িয়ে পড়ে।

রোনালদিনহো ও তার ভাইকে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়েতে পা রাখায় গ্রেফতার করা হয়েছিল। তবে মুচলেকা দেওয়ায় জামিনে কারামুক্ত হয়েছেন দুজনেই। তবে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের একটি চার তারকা হোটেলে গৃহবন্দি অবস্থায় থাকতে হবে। তবে রোনালদিনহোর এই কারামুক্তির সঙ্গে কোনোভাবেই জড়িত নন বলে জানিয়েছেন মেসি। ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি পরিষ্কার করেই জানিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে রোনালদিনহো ইস্যু ছাড়াও সম্প্রতি ছড়িয়ে পড়া তার 'ইন্টার মিলান সংযোগ' নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন মেসি। 'টিএনটি স্পোর্টস'র দুটি টুইটের স্ক্রিনশট পোস্ট করে তিনি লিখেছেন, 'ভুয়া সংবাদ এবং মিথ্যা ১: ইন্টারে মেসি, মিথ্যা ২: রোনালদিনহোকে কারামুক্ত করতে মেসি অর্থ দিয়েছেন। '

মেসি আরও একটি বাক্য যোগ করেছেন, যার মানে দাঁড়ায়, 'কয়েক সপ্তাহ আগে তারা নিওয়েলস ওল্ড বয়েজ (আর্জেন্টিনায় মেসির শৈশবের ক্লাব) সম্পর্কে যা বলেছে সেটাও মিথ্যা, ঈশ্বরকে ধন্যবাদ যে কেউ তাদের বিশ্বাস করেনি। '

মেসির সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি রয়েছে বার্সার। কিন্তু চলতি মৌসুমে ক্লাবটির কর্মকর্তাদের সঙ্গে ঠিক বনিবনা হচ্ছে না মেসির। এজন্যই আগামী গ্রীষ্মে রেকর্ড ছয়বার ব্যালেন ডি’ওর জেতা এই ফরোয়ার্ডের দলবদলের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে তার সঙ্গে ইতালিয়ান জানান্ট ইন্টার মিলানের একটা সংযোগ খুঁজে পাওয়ার দাবি জানায় একাধিক সংবাদমাধ্যম।

গুঞ্জনে ঘি ঢেলে কিছুদিন আগে ইন্টার মিলানের সাবেক প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তি দাবি করেছিলেন, মেসির সঙ্গে চুক্তি করা সিরি আ'র ক্লাবটির পক্ষে অসম্ভব নয়। তিনি 'রেডিও রাই'কে বলেন, 'আমি মনে করি না এটা (মেসিকে ইন্টারে নিয়ে আসা) নিষিদ্ধ স্বপ্ন। চুক্তির শেষ পর্যায়ে আছে মেসি এবং অবশ্যই তাকে এখানে (ইন্টারে) আনার চেষ্টা করা হবে। আমি জানি না এই (করোনা) পরিস্থিতি কিছু পাল্টে দেবে কি না, কিন্তু আমার ধারণা বছর শেষ আমরা অদ্ভুত কিছু দেখতে পাব। '

এদিকে ইন্টারের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেসকে কেনার চেষ্টা করছে বার্সা। মোরাত্তি চান, মেসিকে আনতে মার্তিনেসকে বিনিময় চুক্তিতে কাজে লাগানো হোক। সাবেক ইন্টার মিডফিল্ডার বেনোইত কাউয়েতও মেসিকে কিনতে পারে নারুজ্জিরা, এমন ইঙ্গিত দিয়েছিলেন। শুধু কি তাই লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস নিজেও মুখ ফসকে বলে বসেন, সবচেয়ে বড় তারকার লিগ ছেড়ে গেলেও তেমন ক্ষতি হবে না।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।