দুই মাস আগে উয়েফা কর্তৃক পিছিয়ে দেওয়ার ঘোষণার আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজিত হওয়ার কথা ছিল এই মে'তে। ভেন্যু হিসেবে ঠিক করা ছিল ইস্তানবুলের নাম।
এদিকে করোনা ঝুঁকি সত্ত্বেও আগামী ১২ জুন থেকে ঘরোয়া ফুটবল লিগ চালু করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন টিএফএফ'র চেয়াম্যান নিহাত ওজদেমির। আগামী ২৬ জুলাইয়ের মধ্যে ঘরোয়া মৌসুম শেষ করার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি।
তুরস্কের ঘরোয়া ফুটবল শুরু হলেও সাত সপ্তাহান্তে একটি এবং সপ্তাহ শুরুর দিন একটি করে ম্যাচ আয়োজন করা হবে বলে জানিয়েছেন ওজদেমির। প্রত্যক দল নিজেদের শহরে এবং নিজেদের মাঠেই ম্যাচ খেলবে। তবে সব ম্যাচ একই শহরে খেলার সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানা গেছে। কিন্তু ফুটবল ম্যাচ তো দুই দলের খেলা। সেক্ষেত্রে প্রতিপক্ষ দলগুলো নিজ শহরে কীভাবে খেলবে তা জানানো হয়নি।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মে ০৬, ২০২০
এমএইচএম