ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অবশেষে করোনা জয় করলেন দিবালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, মে ৭, ২০২০
অবশেষে করোনা জয় করলেন দিবালা পাওলো দিবালা

আক্রান্ত হওয়ার এক মাসেরও বেশি সময়ের পর অবশেষে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ সু্স্থ হয়ে ওঠেছেন পাওলো দিবালা। 

আর্জেন্টাইন ফরোয়ার্ডের সাম্প্রতিক দুই টেস্টের ফলাফল কোভিড-১৯ নেগেটিভ এসেছে। বুধবার (০৬ এপ্রিল) এমনটাই জানিয়েছে তার ক্লাব জুভেন্টাস।

ইতালিয়ান সিরি’আ চ্যাম্পিয়ন তুরিনের বুড়িরা জানায়, ২৬ বছর বয়সী তারকা করোনা থেকে সম্পূর্ণ হয়ে ওঠেছেন এবং তার আর দীর্ঘদিন হোম আইসোলেসনে থাকতে হবে না।

একইদিনে নিজের সুস্থ হয়ে ওঠার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন দিবালা। জুভ ফরোয়ার্ড তার অফিসিয়াল ইন্সটাগ্রামে নিজের হাস্যোজ্জ্বল এক ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার মুখই সবকিছু বলে দিচ্ছে। অবশেষে কোভিড-১৯ থেকে আরোগ্য লাভ করলাম। ’ 

শুরুতেই ডিফেন্ডার ড্যানিয়েল রুদিগার ও মিডফিল্ডার ব্লেইস মাতুইদির করোনা পজিটিভ পাওয়া যায় জুভেন্টাস শিবিরে। এরপর ২১ মার্চ দিবালা এবং তার বান্ধবীও এই মরণঘাতি রোগে আক্রান্ত হোন।  

 

 

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, মে ০৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।