ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মে ১০, ২০২০
ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার করোনায় আক্রান্ত ব্রাইটন

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনের আরেকজন ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ক্লাবটির মোট তিনজন খেলোয়াড়। 

আক্রান্ত খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি ব্রাইটন। তবে তাকে ১৪ দিনের স্বেচ্ছা-আইসোলেশনে পাঠানো হয়েছে।

নতুনভাবে আরেক খেলোয়াড়ের করোনায় আক্রান্ত হওয়াকে ‘উদ্বিগ্নতা’ হিসেবে নিয়েছেন ব্রাইটনের প্রধান নির্বাহী পল বারবার।  

তবে সতীর্থ তিন খেলোয়াড় করোনা আক্রান্ত হলেও ১৩ মার্চ থেকে স্থগিত থাকা প্রিমিয়ার লিগ ফের শুরুর লক্ষ্যে পৃথকভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ব্রাইটনের খেলোয়াড়রা।  

সোমবার (১১ মে) প্রিমিয়ার লিগ ফের শুরুর প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে পারে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ১০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।