২০১৯/২০ মৌসুমের কোপ দেল রে’র ফাইনালে ওঠেছে তার দল অ্যাথলেটিক বিলবাও এবং রিয়াল সোসিয়েদাদ। যা কিনা ইতিহাসের প্রথম বস্ক ডার্বিও।
হুট করে অবসর নেওয়ার কারণও আছে আদুরিজের। পশ্চাৎদেশে চোট পাওয়ায় অস্ত্রোপাচার করতে হয় তাকে। আর চিকিৎসকরা তাকে উপদেশ দেন, থামার জন্য। সেই উপদেশ শুনে থামলেন সাবেক ভ্যালেন্সিয়া তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিদায়ের সময় চলে এসেছে জানিয়ে আদুরিজ লিখেন, ‘সময় চলে এসেছে। অনেক সময় ফুটবল ছাড়ার আগে আমি ফুটবলকে বলেছিলাম, তোমাকে ছাড়তে হবে। ’
স্পেনের জার্সিতে ২০১০-১৭ সাল পযর্ন্ত ১৩ ম্যাচ খেলে ২ গোল করেছেন আদুরিজ। আন্তর্জাতিক ক্যারিয়ারে তেমন সাফল্য না পেলেও পেশাদারি ক্যারিয়ারে বিলবাওয়ের কিংবদন্তি তারকায় পরিণত হোন তিনি। ক্লাবটির হয়ে তিন স্পেলে খেলেছেন। অরেরা’র হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করা এ স্ট্রাইকার ভায়োদোলিদ, মায়োর্কা ও ভ্যালেন্সিয়ার হয়েও খেলেছেন।
২১ শতকের লা লিগার সংস্করণে স্প্যানিশদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা আদুরিজ। করেছেন ১৫৮ গোল। ১৮৬ গোল নিয়ে তার উপরে আছেন কেবল ডেভিড ভিয়া।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ২১, ২০২০
ইউবি