ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইন্টারের আশায় জল ঢেলে দিল রিয়াল, ভিদালের লাল কার্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
ইন্টারের আশায় জল ঢেলে দিল রিয়াল, ভিদালের লাল কার্ড

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে যাওয়াটা প্রায় ক্ষীণ হয়ে এসেছে ইন্টার মিলানের। ঘরের মাঠ সান সিরোতে নেরাজ্জুরিরা হেরে বসেছে ২-০ ব্যবধানে।

 

দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে জয় পেতে হতো আন্তনিও কন্তের শিষ্যদের। তেমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধে ১০ জনের দল হয়ে পড়া ইন্টার আবারও হেরেছে রিয়াল মাদ্রিদের কাছে।  

ম্যাচের শুরুতে পেনাল্টি পায় জিনেদিন জিদানের দল। ৭ম মিনিটে স্পট-কিক থেকে রিয়ালকে এগিয়ে দেন ইডেন হ্যাজার্ড। এরপর ইন্টার দ্বিতীয়ার্ধে আবারও পিছিয়ে পড়ে নিজেদের ভুলে। ৫৯তম মিনিটে আশরাফ হাকিমির আত্মঘাতি গোলের পর আর সমতায় ফিরতে পারেনি ইতালিয়ান জায়ান্টরা।  

তার আগে নিজেদের শক্তিটা খর্ব হয়ে যায় ইন্টারের। ৩৩তম মিনিটে রেফারি অ্যান্থনি টেইলর দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আর্তুরো ভিদালকে।  

এই জয়ে ‘বি’ গ্রুপে দ্বিতীয় স্থানে ওঠে এসেছে রিয়াল। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৭। অন্যদিকে সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার শেষে ইন্টার। বাকি দুই ম্যাচে জিতলেও তাদেরকে তাকিয়ে থাকতে হবে অন্যদের ওপর।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।