ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বান্দরবানে শুরু হলো ‘মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২০’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
বান্দরবানে শুরু হলো ‘মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২০’

বান্দরবান: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বান্দরবান স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট।

২৮ নভেম্বর (শনিবার) বিকেলে জাতীয় সংসদের হুইপ চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো.মাহাবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবিসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে উদ্বোধনী খেলায় বান্দরবান জেলা দল কুমিল্লা জেলা দলের মোকাবিলা করে। উদ্বোধনী খেলায় বান্দরবান জেলা দল কুমিল্লা জেলা দলকে ২-০ গোলে পরাজিত করে।

মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর এবারের আয়োজনে পার্বত্য জেলা বান্দরবান,রাঙামাটি কক্সবাজার, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রামসহ মোট ১০টি দল অংশগ্রহণ করবে আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।