ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

কুমিল্লার জালে বসুন্ধরা কিংস মেয়েদের ১৫ গোলের উৎসব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, ডিসেম্বর ১, ২০২০
কুমিল্লার জালে বসুন্ধরা কিংস মেয়েদের ১৫ গোলের উৎসব বসুন্ধরা কিংস মেয়েদের গোল উদযাপন

প্রথমার্ধে ৯ গোল এরপর দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল। কৃষ্ণা ও সাবিনার হ্যাটট্রিকে কুমিল্লা ইউনাইটেডকে ১৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংসের মেয়েরা।

 

ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে গোল উৎসবে মেতে ওঠে বসুন্ধরা কিংস মেয়ে দল। ১৩তম মিনিটে কৃষ্ণার গোলে এগিয়ে যায় তারা। এরপর ২২, ৩৩ ও ৪০তম মিনিটে আরও তিন গোল করেন তিনি।  

সাবিনার গোল চারটি এসেছে ১৭, ২১, ৩৭ ও ৭৯তম মিনিটে। দলের হয়ে দু’টি করে গোল করেছেন তহুরা ও শিউলি। একটি করে গোল করেছেন মনিকা, মাসুরা ও শামসুন্নাহার।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।