ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বার্সাকে রুখে দিল ভ্যালেন্সিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
বার্সাকে রুখে দিল ভ্যালেন্সিয়া

লা লিগায় টানা দুই ম্যাচ জয়ের পর ফের পয়েন্ট হারাল বার্সেলোনা। ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

শনিবার ক্যাম্প ন্যু’তে রোমাঞ্চকর এই ম্যাচটিতে প্রতি মুহূর্তেই রঙ বদলায়। একবার বার্সা লিড নেয় তো, পরে ভ্যালেন্সিয়া। তবে আক্রমণের কিছু ভুলের কারণে জয় পাওয়া হয়নি স্বাগতিকদের।

আধিপত্য বিস্তার করলেও ম্যাচের ২৯ মিনিটে শ্রোতের বিপরীতে গোল হজম করে বসে বার্সা। মুকতার দিয়াখাবি ভ্যালেন্সিয়ার হয়ে গোলটি করেন। তবে বিরতির ঠিক আগে পেনাল্টি মিস করা লিওনেল মেসি সেখান থেকেই জর্দি আলবার ক্রসে হেড করে গোল করেন।

দ্বিতীয়ার্ধে ৫২তম মিনিটে রোনাল্ড আরাহোর গোলে লিড নেয় বার্সা। কিন্তু ৬৯তম মিনিটে ম্যাক্সিমিলিয়ানো গোমেস গনসালেসের গোলে সমতায় ফেরে সফরকারীরা। আর শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয় দুদলের।

লিগে ১৩ ম্যাচে ৬ জয়, তিন ড্র ও চার হারে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বার্সা। এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে ভালেন্সিয়া। দিনের প্রথম ম্যাচে লুইস সুয়ারেসের জোড়া গোলে এলচেকে ৩-১ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ১২ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ২৯। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৬।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।