ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

করোনামুক্ত জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
করোনামুক্ত জামাল ভূঁইয়া

করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভের খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রোববার এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, গত শনিবার জামালের কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ আসে। অধিনায়ক দ্রুত দেশে ফিরবেন বলেও জানিয়েছে বাফুফে।

এর আগে গত ৪ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের মাঠে ৫-০ গোলে হারের পর দেশে ফেরার আগে জামালের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। আর গত ১২ ডিসেম্বর তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।