ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চলে গেলেন চেলসি-ম্যানইউর সাবেক কোচ ডোহার্টি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
চলে গেলেন চেলসি-ম্যানইউর সাবেক কোচ ডোহার্টি টমি ডোহার্টি

দীর্ঘদিন রোগে ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও স্কটল্যান্ডের সাবেক কোচ টমি ডোহার্টি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

গ্লাসগোতে জন্ম নেওয়া ডোহার্টি খেলোয়াড় হিসেবে ৩০০ ম্যাচ খেলেছেন প্রিস্টনের জার্সিতে। স্কটল্যান্ডের হয়ে খেলেছেন ২৫ ম্যাচ।  এছাড়া সেল্টিক, আর্সেনাল ও চেলসির হয়েও খেলেছেন ডোহার্টি।

তিনি ১২টি ক্লাবে কোচের দায়িত্ব পালন করেছেন। ১৯৬৫ সালে চেলসিকে লিগ কাপ জেতান ডোহার্টি। ১৯৭৭ সালে তার অধীনে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়ে এফএ কাপ জিতে ম্যানচেস্টার ইউনাইটেড।  

ডোহার্টির পরিবার এক বিবৃতিতে জানায়, ‘পরিবারবেষ্টিত হয়ে নিজ বাড়িতে শান্তিতে মৃত্যুবরণ করেছেন টমি। ’ 

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।