ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অ্যাতলেটিকোকে টপকে শীর্ষস্থানে রিয়াল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
অ্যাতলেটিকোকে টপকে শীর্ষস্থানে রিয়াল সতীর্থদের সঙ্গে আসানসিওর গোল উদযাপন

চলতি মৌসুমের লা লিগার শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। সেল্তা ভিগোকে ২-০ গোলে হারিয়ে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদকে টপকে সিংহাসনে বসেছে লস ব্লাঙ্কোসরা।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে এগিয়ে যায় রিয়াল। মার্কো আসানসিওর পাস থেকে ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন লুকাস ভাসকুয়েস। এরপর অবশ্য ম্যাচে ফিরতে চেষ্টা করেছিল সেল্তা ভিগো। তবে এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় জিনেদিন জিদানের দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে যায় লা লিগার গত আসরের চ্যাম্পিয়নরা। এবার বন্ধুত্বের প্রতিদান দেন ভাসকুয়েস। ৫৩তম মিনিটে আসানসিওকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল। শেষ পযর্ন্ত এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় জিজুর শিষ্যরা।  

সিংহাসনে বসা রিয়ালের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৬। তবে তাদের চেয়ে ৩ ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে অ্যাতলেটিকো। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আটে সেল্তা ভিগো।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।