ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

স্বরূপে ফেরা আর্সেনালের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
স্বরূপে ফেরা আর্সেনালের দাপুটে জয় আর্সেনালের গোল উদযাপন

মৌসুমের শুরুতে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছিল না আর্সেনাল। তবে মাঝপথে আসতেই ছন্দে ফেরার আভাস দিচ্ছে মাইকেল আর্তেতার দল।

 

এ নিয়ে ৮ দিনে টানা তৃতীয় জয় পেলো গানাররা। চেলসি ও ব্রাইটনকে হারানোর পর এবার অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমকে ৪-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।  

প্রতিপক্ষের মাঠে মাত্র ৪ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে গানারদের দাপুটে জয় এনে দেন আলেজান্দ্রে লাকাজাত্তে। ৬০ ও ৬৪ মিনিটে দলের শেষ গোল দু’টি করেন তিনি। এ নিয়ে আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে গোল পেলেন ফরাসি ফরোয়ার্ড।  

এর আগে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আর্তেতার দল। ২৩তম মিনিটে কিরেন টিয়ার্নি ও ২৮তম মিনিটে বুকাও সাকার গোলে বিরতিতে যায় আর্সেনাল।  

এই জয়ে ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকার ১১তম স্থানে ওঠে এসেছে গানাররা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে ওয়েস্ট ব্রম।  

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।