পুরো ম্যাচে আধিপত্য দেখালেও কষ্টের জয়েই বছর শুরু করলো বার্সেলোনা। লিওনেল মেসির পাস থেকে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের একমাত্র গোলে লা লিগার একেবারের তলানির দল হুয়েস্কাকে ১-০ ব্যবধানে হারাল রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
রোববার প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখায় বার্সা। স্বাগতিক শিবিরে বারবার আক্রমণ চালায়। অবশেষে ২৭তম মিনিটে লিওনেল মেসির ডি-বক্সের বাইরে থেকে ক্রসে গোলবারের সামনে থাকা ডাচ ফুটবলার ডি ইয়ং লাফিয়ে শট করে গোলটি করেন। তবে বিরতির আগে আরও কয়েকটি প্রচেষ্টা চালালেও গোলের দেখা পায়নি সফরকারী দলটি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে বার্সা। ৫৬তম মিনিটে অল্পের জন্য গোল বঞ্চিত হন উসমান দেম্বেলে। কয়েকটি সুযোগ নষ্ট করেন মেসিও। ফলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।
ম্যাচটি ছিল বার্সার জার্সিতে মেসির ৭৫০তম ম্যাচ আর লা লিগায় ৫০০তম।
এই জয়ে সেভিয়াকে পেছনে ঠেলে লা লিগার টেবিলে পঞ্চম স্থানে ওঠে এসেছে বার্সা। ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ১৫ ম্যাচে ৩৮। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। তিনে থাকা রিয়াল সোসিয়াদাদের পয়েন্ট ১৮ ম্যাচে ৩০। ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চারে আছে ভিয়ারিয়াল। রেলিগেশন জোনে আছে হুয়েস্কো। ১৭ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে আছে তারা।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমএমএস/ওএফবি