ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ইউনাইটেডকে হারিয়ে লিগ কাপের ফাইনালে সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
ইউনাইটেডকে হারিয়ে লিগ কাপের ফাইনালে সিটি ছবি: সংগৃহীত

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।

বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে জিতেছে সিটিজেনরা।

আগামী ২৫ এপ্রিলের ফাইনালে পেপ গার্দিওলার শিষ্যের প্রতিপক্ষ হোসে মরিনহোর টটেনহাম।

দ্বিতীয় সেমিফাইনালে শুরুতে ভালো সুযোগ পেয়েছিল ইউনাইটেড। কিন্তু নবম মিনিটেই ব্রুনো ফার্নান্দেসের দূরপাল্লার কোনাকুনি শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। এর ৪ মিনিট পর সিটির কেভিন ডে ব্রুইনার শট পোস্টে বাধা পায়। প্রথমার্ধ গোলশূন্য থেকে যায়।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সিটি। বাঁ প্রান্ত থেকে ফিল ফোডেনের ফ্রি-কিক গোলমুখে পেয়ে দারুণ দক্ষতায় জালে পাঠান সিটির ডিসেন্ডার স্টোনস।

 গোল হজমের পর শোধ দিতে মরিয়া ইউনাইটেড বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। আর এই ফাঁকে এগিয়ে যায় সিটি। ডি বক্সের বাইরে থেকে জোরালো ভলিতে কাছে পোস্টে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দিনহো।

এই নিয়ে চতুর্থবারের মতো লিগ কাপের ফাইনালে উঠল সিটি। গত আসরেও ইউনাইটেডকে হারিয়েই ফাইনালে উঠেছিল গার্দিওলার দল।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।