ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

সাইফের দুর্বলতা কাজে লাগিয়ে শিরোপা ধরে রাখতে চান বসুন্ধরা কিংস কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
সাইফের দুর্বলতা কাজে লাগিয়ে শিরোপা ধরে রাখতে চান বসুন্ধরা কিংস কোচ সংবাদ সম্মেলনে বসুন্ধরা কিংস কোচ ব্রুজন। ছবি: শোয়েব মিথুন

নবাগত দল হিসেবে অংশগ্রহণ করে গত আসরের ফেডারেশন কাপ জিতেছিল বসুন্ধরা কিংস। বছর ঘুরে এবারও টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের ফুটবল পরাশক্তিরা।

 

টানা দ্বিতীয়বার ফেডারেশন কাপের মুকুট পরার আত্মবিশ্বাস নিয়ে রোববার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। ফাইনালে ফেবারিট হিসেবে প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন দলের কোচ অস্কার ব্রুজন। তবে সাইফের দুর্বলতাকে কাজে লাগিয়ে জয় তুলে নিতে চান এই স্প্যানিশ কোচ।  

অনুশীলনে বসুন্ধরা কিংস।  ছবি: শোয়েব মিথুন

প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে ওঠা সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি হওয়ার আগে বসুন্ধরা কিংস কোচ ব্রুজন বলেন, ‘সাইফ শক্তিশালী দল। বল হারালেও তারা দ্রুত পুনরুদ্ধার করতে পারে। উইংয়ে ও আক্রমণভাগে তাদের ভালো খেলোয়াড় আছে। তবে নিজেদের প্রতিও আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে। কিন্তু আমরা যদি নিজেদেরকে ফেভারিট মনে করি, তাহলে হারতে হবে। আমাদের সতর্ক হতে হবে। কেননা, আমাদের খেলতে হবে ইতিবাচক ফুটবল খেলা একটি দলের বিপক্ষে। ’ 

অবশ্য ফাইনালের আগে আরেকটি ‘অলিখিত ফাইনাল’ খেলতে হয়েছে বসুন্ধরা কিংসকে। সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হয়েছেন দেশের ফুটবলের আরেক ফুটবল পরাশক্তি ঢাকা আবাহনীর বিপক্ষে। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম সেমিতে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সাইফ স্পোর্টিং।  

অনুশীলনে বসুন্ধরা কিংস।  ছবি: শোয়েব মিথুন

যার কারণে ফাইনালের আগে বসুন্ধরা কিংসের চেয়ে একদিন বেশি বিশ্রাম পেয়েছে পল পুটের দল। তবে এসব নিয়ে না ভেবে সাইফের দুর্বলতা বের করে সুযোগ কাজে লাগানোর দিকে নজর দিচ্ছেন কোচ ব্রুজন, ‘ফাইনালের আগে সাইফ আমাদের চেয়ে একদিন বিশ্রাম বেশি পেয়েছে। আমরা তাদের শক্তির ও দুর্বলতার জায়গা জানি। তাদের দুর্বলতার সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। ’ 

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।