ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

পুঁচকে আলকোইয়ানো কাছে হেরে রিয়ালের লজ্জার বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
পুঁচকে আলকোইয়ানো কাছে হেরে রিয়ালের লজ্জার বিদায়

বেশ বাজে সময়ের মধ্যদিয়েই যাচ্ছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ বড় ধাক্কাটি খেল কোপা দেল রে’তে।

একেবারেই অপরিচিত তৃতীয় সারির দল আলকোইয়ানোর বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে ২-১ গোলে হেরে আসরটি থেকে বিদায় নিল জিনেদিন জিদানের শিষ্যরা।

রিয়ালের জন্য দুঃখের বিষয়, অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে প্রতিপক্ষ সেসময় ১০ জনের দলে পরিণত হয়। কিন্তু এরপরেই গোল হজম করে তারা।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলার ৪৫ মিনিটে এদের মিলিতাওয়ের গোলে অবশ্য এগিয়ে যায় রিয়াল। কিন্তু দ্বিতীয়ার্ধে ৮০তম মিনিটে সমতা টানেন হোসে সোলবেস।

আর অতিরিক্ত সময়ে (১১৫তম মিনিট) হুয়ানান কাসানোভার গোলে অবিশ্বাস্য জয়ের আনন্দে মাঠ ছাড়ে আলকোইয়ানো। অথচ এর আগে ১১০তম মিনিটে কাসেমিরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন স্বাগতিক মিডফিল্ডার রামোন লোপেস। পরিণত হয় ১০ জনের দলে।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।