ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

করোনার কারণে চাকরি ছাড়লেন কোচ বেনিতেজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
করোনার কারণে চাকরি ছাড়লেন কোচ বেনিতেজ কোচ রাফায়েল বেনিতেজ

১৮ মাস পর চাইনিজ সুপার লিগের ক্লাব ডালিয়ান প্রফেশনালের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন কোচ রাফায়েল বেনিতেজ।  

ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগে চাকরি ছেড়েছেন নিউক্যাসল ইউনাইটেড, লিভারপুল, চেলসি ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ।

 

৬০ বছর বয়সী স্প্যানিয়ার্ড এবং তার কোচিং স্টাফদের চাকরি ছাড়ার কারণ, চলমান করোনা ভাইরাস মহামারী।  

বেনিতেজ বলেন, ‘দুর্ভাগ্যবশত, গত বছর অনেক বিষয়ের মতো কোভিড-১৯ আমাদের জীবন এবং আমাদের প্রজেক্টে পরিবর্তন ঘটিয়েছে। এখনও এখানে মহামারী চলছে। আমাদের সবার জন্য এবং আমাদের সহযোগীদের সবার পরিবারের জন্য প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। ’ 

নিউক্যাসল ছেড়ে ২০১৯ সালের জুলাইয়ে ডালিয়ান প্রফেশনালের দায়িত্ব নেন তিনি।  

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet