দীর্ঘ ৯ বছর ধরে বার্সেলোনার রক্ষণভাগ সামলাচ্ছেন জর্দি আলবা। কাতালান জায়ান্টদেরকে অনেক দারুণ মুহূর্ত এনে দেওয়ার পাশাপাশি অনেক দুঃসময়েরও স্বাক্ষী হয়েছেন তিনি।
সমর্থকদের ভালোবাসার সঙ্গে পেয়েছেন ঘৃণা। কেন লোকজন তার বিরুদ্ধ আচরণ করে থাকেন তা বুঝতে পারেন আলবা। আর সেসব কথা এক সাক্ষাৎকারে জানিয়েছেন ৩১ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার।
সমর্থকরা তার সঙ্গে কেমন ব্যবহার করে, এমন আলোচনায় আলবা বলেন, ‘এটা সত্য যে, ফুটবলের জন্য লোকজন আমাকে চেনে। আমি মনে করি, আমি ফুটবলে সবচেয়ে ঘৃণ্যতম খেলোয়াড়দের একজন। আমি জানি। ’
এল দিয়া দেসপুয়েস অন মোভিস্টার প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘খেলাই আমার বিষয় এবং এটাই আমাকে খেলোয়াড় বানিয়েছে। আজকে যেখানে আমি তা ফুটবলই আমাকে দিয়েছে। লোকজন চেনে আমাকে এবং জানি, আমি কি পছন্দ করি। আমি খুবই সরল এক লোক এবং জীবনের সবকিছুকে মূল্য দিই। ’
আলবা বলেন, ‘এটা সত্য যে, যেভাবে খেলে যাচ্ছি তাতে আমি বিরক্ত। আমি বুঝি, যেসব লোকজন আমাকে ঘৃণা করে তারা আসলে আমাকে না জেনেই করে। ’
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
ইউবি/এমএমএস