প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সাবেক কোচ টমাস টুখেলকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চেলসি। গত মাসে তিনি পার্ক দে প্রিন্সেস থেকে বরখাস্ত হন।
টানা ৫ ম্যাচে জয়হীন থাকার ফলে ২৫ জানুয়ারি, দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মধ্যে চেলসির প্রধান কোচের চাকরি হারান ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। একদিনের ব্যবধানে স্টামফোর্ড ব্রিজে ইংলিশ কোচের স্থলাভিষিক্ত হলেন টুখেল। তারা অধীনে পিএসজি দু’টি লিগ শিরোপা, ফ্রেঞ্চ কাপ ও ফ্রেঞ্চ লিগ কাপ জিতেছে।
ব্লুজদের প্রধান কোচের নিয়োগ পাওয়ার পর জার্মান কোচ বলেন, ‘নতুন দলের সঙ্গে সাক্ষাৎ এবং সবচেয়ে উত্তেজনাপূর্ণ লিগে প্রতিযোগিতা করার জন্য আমার তর সইছে না। ’
৪৭ বছর বয়সী টুখেল আরও বলেন, ‘ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চেলসিতে যে উত্তরাধিকার সৃষ্টি করে গেছে এবং তার কাজের জন্য আমাদের সবার মধ্যে শ্রদ্ধা রয়েছে। ’
২০০৩ সালে বিলনিয়ার রোমান আব্রামোভিচ চেলসির মালিক হওয়ার পর এ নিয়ে স্টামফার্ড ব্রিজের ১১তম কোচ হিসেবে নিয়োগ পেলেন টুখেল।
চেলসির ডিরেক্টর ম্যারিনা গ্র্যানোভস্কিয়া জানান, টুখেল ‘ইউরোপের সেরা কোচদের একজন’। তিনি আরও জানান, চলতি মৌসুমে দলের আরও খেলা বাকি আছে এবং অর্জনের অনেক কিছু রয়েছে। ’
ঘরের মাটিতে প্রিমিয়ার লিগে উলভসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টুখেলের নতুন অধ্যায়। তার জন্য অবশ্য জার্মান কোচকে বেশিদিন কোয়ারেন্টিনে থাকতে হবে না। ফুটবল অ্যাসোসিয়েশন তাকে অনুমতি দিয়েছে ম্যাচ ও অনুশীলনে যোগদানের। তবে যুক্তরাজ্যে প্রবেশের আগে তার করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে এবং প্রিমিয়ার লিগের জৈব-সুরক্ষা বলয়ের ভেতর থাকতে হবে। কমপক্ষে ৫দিন কোয়ারেন্টিতে থাকতে হতে পারে টুখেলকে।
বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
ইউবি