মৌসুমজুড়ে বাজে সময়ের মধ্যদিয়ে যাওয়ার রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়েও অবশেষে স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে। রাফায়েল ভারানের জোড়া গোলে হুয়েস্কার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতে জিনেদিন জিদানের শিষ্যরা।
শনিবার প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ধারহীন ফুটবল খেলা রিয়াল বিরতির পর উল্টো পিছিয়ে পড়ে। ৪৮তম মিনিটে সতীর্থের পাসে গালান গোলটি করেন। বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।
তবে ৫৫তম মিনিটে রিয়াল শিবিরে সমতার স্বস্তি ফেরে। বেনজেমার দারুণ ফ্রি কিকে বল ক্রসবারে লেগে ওপরে উঠে যায়। বলের প্রতি স্থির দৃষ্টি রেখে গোলমুখে জটলার মধ্যে লাফিয়ে হেডে গোলটি করেন ভারানে।
অবশেষে ৮৪তম মিনিটে লিড নেয় রিয়াল। টনি ক্রুসের কর্নারে ছয় গজ বক্সে কাসেমিরোর লাফিয়ে নেওয়া হেড গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেনি, কাছ থেকে বাঁ পায়ের শটে জয়সূচক গোলটি করেন ভারানে।
এই জয়ে বার্সেলোনাকে টপকে দুইয়ে ফিরল রিয়াল। ২১ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৪০। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এমএমএস