ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ক্লাব বিশ্বকাপের ফাইনালে মেক্সিকোর টাইগ্রেস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
ক্লাব বিশ্বকাপের ফাইনালে মেক্সিকোর টাইগ্রেস ফাইনাল নিশ্চিতের আনন্দে মেতে ওঠেছে টাইগ্রেস খেলোয়াড়রা

মেক্সিকোর ফুটবল ইতিহাসে প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপ কাপ ফাইনাল নিশ্চিত করেছে টাইগ্রেস। কোপা লিবার্তোদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাসকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে ক্লাবটি।

 

গোলবিহীনভাবে প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে এগিয়ে যায় টাইগ্রেস। ৫৪তম মিনিটে সফল স্পট-কিকে পালমেইরাসের জাল খুঁজে নেন আন্দ্রে-পিয়েরে গিগনাক। টুর্নামেন্টে ৩৫ বছর বয়সী ফরাসি স্ট্রাইকারের এটি তৃতীয় গোল। এই ব্যবধান ধরে রেখে ম্যাচে শেষে ফাইনালের টিকেট কাটার আনন্দে মেতে ওঠে মেক্সিকান ক্লাবটি।  

ফাইনালে টাইগ্রেস প্রতিপক্ষ হিসেবে পেতে পারে চ্যাম্পিয়নস লিগ জয়ী বায়ার্ন মিউনিখ বা মিশরের আল আহলি’কে।  

উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান ফেডারেশনের প্রতিনিধিত্ব করা কনকাকাফের প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপ কাপের ফাইনালে উঠেছে টাইগ্রেস।  

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।