হারের শঙ্কা উড়িয়ে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়লো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। উত্তর বারিধারার বিপক্ষে শেষ দিকের নৈপুণ্যে ৩-৩ গোলে ড্র করেছে শফিকুল ইসলাম মানিকের দল।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুটা ভালোই হয়েছিল শেখ জামালের। নবম মিনিটে সুলাইমান সিল্লাহর পাস ধরে ডি-বক্সের ভেতর থেকে আলতো টোকায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন নুরুল আবসার।
২৯তম মিনিটেই সমতায় ফেরে উত্তর বারিধারা। সুজন বিশ্বাসের ভলি দূরের পোস্ট দিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ৪৫তম মিনিটে মিশরের ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ আব্দেল খালেক হাম্মাদের থ্রু পার ধরে নিখুঁত টোকায় ব্যবধান বাড়ান সুমন রেজা।
বিরতির পর উত্তর বারিধারা ব্যবধান আরও বাড়িয়ে নেয়। ৭০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন পাপন সিং। কিন্তু ৩ মিনিট পরেই ঘুরে দাঁড়ায় শেখ জামাল। মনির হোসেনের শট সাইড পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে।
ব্যবধান কমানোর পর আক্রমণের ধার আরও বাড়ায় শেখ জামাল। ফল আসে ৯০তম মিনিটে। সিল্লাহর কাট ব্যাকে জোবের ব্যাক হিলে বল জালে জড়ালে স্বস্তি ফেরে দলটিতে। লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা জোবে (১০)। এক গোল কম নিয়ে দুইয়ে আছেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনহো।
৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ জামাল। ৪ পয়েন্ট নিয়ে দশে উত্তর বারিধারা। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। সমান সংখ্যক ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে ঢাকা আবাহনী।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এমএইচএম