ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পানিতে ডুবে মারা গেলেন অ্যালিসনের বাবা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
পানিতে ডুবে মারা গেলেন অ্যালিসনের বাবা বাবার সঙ্গে অ্যালিসন

পানিতে ডুবে মারা গেছেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের বাবা হোসে বেকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) অপরাহ্নে ছুটির দিনে দক্ষিণ ব্রাজিলে বাড়ির পাশে এক লেকে সাঁতার কাটার সময় এই দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন অ্যালিসনের বাবা। এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ।  

লাভরাস দো সুলের পুলিশ পরিদর্শক দোরোতেও মাচোদা ফিলহো রয়টার্সকে জানান, ‘বুধবার অপরাহ্নে বাড়ির পাশে এক লেকে সাঁতার কাটার সময় দুর্ঘটনার শিকার হন ৫৭ বছর বয়সী হোসে বেকার। ’ 

অ্যালিসনের বাবার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শোক জানিয়েছে ইংলিশ ক্লাব এভারটন, ম্যানচেস্টার ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়া-সহ আরও অনেকে।  

২০১৮ সালে ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে লিভারপুলে যোগ দেন অ্যালিসন। পরের বছর ফিফা বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হন তিনি। তার ছোট ভাই মুরিয়েলও খেলেন গোলরক্ষক হিসেব, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে।  

এর আগে দুই ভাই খেলেছেন স্বদেশি ক্লাব ইন্টারন্যাসিওনালে। দুই সাবেক তারকার বাবার মৃত্যুতে টুইটারে সমবেদনা জানিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।