ম্যাচের প্রথম মিনিটের গোলে এগিয়ে যাওয়ার পরও জিততে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের গোলে রাজা ইসার দলকে ১-১ ব্যবধানে রুখে দিয়েছে রতমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই জাপানি ফরোয়ার্ড ইউসুকে কাতোর পাস থেকে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন মাহদুদ হোসেন ফাহিম। সেই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা।
তবে দ্বিতীয়ার্ধে গোল শোধে আক্রমণে ধার বাড়ায় রহমতগঞ্জ। সুযোগটাও দ্রুত পেয়ে যায় তারা। ৫৬তম মিনিটে ডিফেন্ডার নাসের এলমাগ্রাবির অ্যাসিস্টে রহমতগঞ্জকে সমতায় ফেরান মোহাম্মদ আরাফাত হোসেন। ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি দু’দল।
এই ড্রয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় ৯ম স্থানে আছে রহমতগঞ্জ। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৯। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পরের স্থানে মুক্তিযোদ্ধা। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২১
ইউবি