ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিএসজির কষ্টার্জিত জয়, জমে ওঠেছে শিরোপা লড়াই

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
পিএসজির কষ্টার্জিত জয়, জমে ওঠেছে শিরোপা লড়াই

ফ্রেঞ্চ লিগ ওয়ানের চলতি মৌসুমের শিরোপার দৌড়ে থাকা তিন ঘোড়া লিলে, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিঁও জয় পেয়েছে নিজ নিজ ম্যাচ। তার মধ্যে মাউরিসিরও পচেত্তিনোর শিষ্যদের  ১-০ গোলের কষ্টার্জিত জয়টি এসেছে বুর্দোর বিপক্ষে।

 

প্রতিপক্ষের মাঠে গয়ের পাস থেকে ২০তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন সারাবিয়া। ম্যাচের শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় ফরাসি জায়ান্টরা।  

অন্যদিকে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিলে ২-০ গোলে হারিয়েছে মার্শেইকে। লিঁও ১-০ ব্যবধানে জিতেছে রেঁনের বিপক্ষে।  

২৮ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সিংহাসন অটুট রেখেছে লিলে। সমান ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে পিএসজি। ৫৯ পয়েন্ট নিয়ে তিনে লিঁও। শীর্ষে থাকা এই তিন দলের লিগ ওয়ানে ম্যাচ বাকি আছে ১০টি করে।  

তার মধ্যে আসরের গত তিনবারের চ্যাম্পিয়ন পিএসজি ২১ মার্চ লিঁওর মাঠে খেলতে যাবে। ০৪ এপ্রিল আতিথেয়তা দেবে লিলেকে। আর লিঁও-লিলে মুখোমুখি হবে ২৫ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।