ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

জামাল ভূঁইয়াকে ছেড়ে দিতে রাজি কলকাতা মোহামেডান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
জামাল ভূঁইয়াকে ছেড়ে দিতে রাজি কলকাতা মোহামেডান জামাল ভূঁইয়া

আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য জামাল ভূঁইয়াকে ছেড়ে দিতে রাজী হয়েছে কলকাতা মোহামেডান। এর ফলে নেপালে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে পাওয়া যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ককে।

 

ভারতের আই লিগের সুপার সিক্সের খেলা চলছে। এই লিগেই খেলছেন বাংলাদেশের ফুটবলের ‘পোস্টার বয়’। কলকাতা মোহামেডান রাজি হওয়ায় নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে জামাল ভূঁইয়াকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে।

১৮ বা ২০ মার্চ ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে নেপালে যাওয়ার কথা বাংলাদেশের। তার আগে শুরু হবে অনুশীলন ক্যাম্প। অধিনায়ক জামালকে পেতে তাই কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চিঠির জবাবে ৩০ বছর বয়সী মিডফিল্ডারকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি।  

নেপালের মাটিতে ২৩ মার্চ থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, 'কলকাতা মোহামেডান অফিসিয়ালি নিশ্চিত করেছে তারা জামালকে ছাড়বে। ১৮ মার্চ রিলিজ দেবে তাকে। ওই দিন জামাল বাংলাদেশে ফিরতে পারে, সরাসরি নেপালেও চলে যেতে পারে। আমরা ফ্লাইট অপশনগুলো দেখছি। '

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।