ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে চেলসি। লিডস ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে টমাস টুখেলের শিষ্যরা।
শনিবার লিডসের মাঠে আতিথেয়তা নিতে যাওয়া চেলসি প্রথমার্ধে বাজে খেলার পর দ্বিতীয়ার্ধে আধিপত্য দেখায়। তবে কোনোভাবেই গোলের দেখা পায়নি।
এদিন অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারতো লিডস। পাল্টা আক্রমণে উঠে জালে বল পাঠায় লিডস। কিন্তু অফসাইডের জন্য গোল পায়নি স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে দুই দলই খেলে উজ্জ্বীবিত ফুটবল। প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবরই এলোমেলো হয়ে যায় চেলসি। স্বাগতিকরা ভীতি ছড়ায় পাল্টা আক্রমণে, পরীক্ষা নেয় গোলরক্ষক এদুয়াঁ মঁদির। সেগুলো অবশ্য ঠিকঠাকই সামাল দেন তিনি।
লিগে ২৯ ম্যাচে ১৪ জয় ও নয় ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে লিডস। চেলসির সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে লেস্টার সিটি।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এমএমএস