করোনা বেশ ভালোভাবে হানা দিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। এবার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে নেরাজ্জুরিদের ডাচ ডিফেন্ডার স্তেফান দে ভ্রিজ ও উরুগুইয়ান মিডফিল্ডার মাতিয়াস ভেসিনোর।
নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ইন্টার। বর্তমানে এই দুই খেলোয়াড় কোয়ারেন্টিনে আছে জানিয়েছে ক্লাবটি।
দে ভ্রিজ ও ভেসিনো নেরাজ্জুরিদের তৃতীয় ও চতুর্থ খেলোয়াড় হিসেবে করোনা আক্রান্ত হলেন। এর আগে এই সপ্তাহে করোনা আক্রান্ত হন দানিলো ডি’আম্ব্রোসিয়া এবং সামির হ্যান্ডানোভিচ।
ক্লাবটিতে করোনা প্রাদুর্ভাবের কারণে, মিলানের স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ভাইরাস সংক্রমণ প্রতিরোধের চেষ্টায় তিনটি বিষয় জারি করেছে। নিজেদের দেওয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছে নেরাজ্জুরিরা।
প্রথম ব্যবস্থা হচ্ছে, চারদিনের জন্য ইন্টারের প্রথম দলের সব ধরনের কার্যক্রম স্থগিত রাখা।
দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে, সিরি’আ লিগে রোববার (২১ মার্চ) সান-সিরোতে ইন্টার ও সাসৌলোর মধ্যকার ম্যাচটি আয়োজন না করা।
তৃতীয় ব্যবস্থা হচ্ছে, আসন্ন আন্তর্জাতিক বিরতির সময় ইন্টারের সকল খেলোয়াড়কে তাদের জাতীয় দলে যোগদানে নিষেধাজ্ঞা।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
ইউবি