ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

বার্সেলোনার ঋণ ১৩ হাজার ৪৮৯ কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
বার্সেলোনার ঋণ ১৩ হাজার ৪৮৯ কোটি টাকা!

কঠিন সময় পার করছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। ক্লাবটির আর্থিক অবস্থা কতটা নাজুক সোমবার এক সংবাদ সম্মেলনে সেটিই প্রকাশ করলেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।

লাপোর্তা জানান, ক্লাবের দেনার পরিমাণ প্রায় ১.৩৫ বিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৪৯২ কোটি টাকা।

ক্লাবের আর্থিক অবস্থার কথা তুলে ধরে বার্সার বর্তমান সভাপতি বলেন, ‘মোট আয়ের ১০৩ শতাংশ বেতন দিতে হচ্ছে খেলোয়াড়দের। আমাদের অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে এটা ২০-২৫ শতাংশ বেশি। আমাদের ক্ষতির পরিমাণ প্রায় ৪৮১ মিলিয়ন ইউরো। সবমিলিয়ে ১.৩৫ বিলিয়ন ইউরো দেনা রয়েছে। ’

খেলোয়াড়দের বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়াও সহজ ছিল না বলে উল্লেখ করেন লাপোর্তা।

উল্লেখ্য ক্লাবের এই আর্থক অবস্থার কারণেই লিওনেল মেসিকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে বার্সা। বিষয়টি এর আগে লাপোর্তা সংবাদ সম্মেলনে পরিষ্কার করলেও এ নিয়ে বিতর্ক কমেনি। অনেকেরই ধারণা লাপোর্তাই ধরে রাখতে চাননি মেসিকে।

ক্লাবের সাবেক সভাপতি থেকে শুরু করে অনেক সাবেক পরিচালক সরাসরি লাপোর্তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। আর সমর্থকরা তো রয়েছেনই।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।