ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

উত্তর বারিধারাকে গোলবন্যায় ভাসালো আবাহনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
উত্তর বারিধারাকে গোলবন্যায় ভাসালো আবাহনী ছবি: শোয়েব মিথুন

প্রিমিয়ার লিগ ফুটবলে উত্তর বারিধারার বিপক্ষে বিশাল জয় পেয়েছে আবাহনী লিমিটেড। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানোর ম্যাচে একাই চার গোল করেছেন আবাহনীর ফরোয়ার্ড কেরভেন্স ফিলস বেলফোর্ট।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার উত্তর বারিধারাকে ৮-০ গোলে হারায় মারিও লেমোসের দল। চলতি প্রিমিয়ার লিগে সব দল মিলিয়ে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়।  

প্রথমার্ধে শুরুর দিকে প্রতিপক্ষের রক্ষণে হানা দিয়ে জুয়েল রানা আদায় করে নেন দুটি পেনাল্টি। জুয়েলকে নিজেদের ডি বক্সে হাফিজুর রহমান তপু ফাউল করলে প্রথম পেনাল্টি পায় আবাহনী। তা থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল আগুস্তো।

পঞ্চদশ মিনিটে সামিন ইয়াসিরের ক্রসে সুমন রেজার হেড গোলরক্ষক শহিদুল আলম সোহেল ফেরালে সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয় উত্তর বারিধারার। ২৯তম মিনিটে জুয়েলকে আটকাতে বক্সের ভেতরে ফাউল করে বসেন উত্তর বারিধারা গোলরক্ষক মিতুল মারমা। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন বেলফোর্ট।


প্রথমার্ধে শেষ দিকে রাফায়েল আগুস্তোর কর্নারে সানডে চিজোবা হেডে লক্ষ্যভেদ করলে গোলের ব্যবধান হয় ৩-০।  

দ্বিতীয়ার্ধে আবাহনী রীতিমত গোল উৎসবে মাতে। মাত্র চার মিনিটের মধ্যে তিন গোল করে দলটি। এর মধ্যে দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন জুয়েল। ৬৪তম মিনিটে রাফায়েলের ক্রসে বেলফোর্ট মাথা ছোঁয়ানোর পর বল পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন জুয়েল।

দুই মিনিট পর মাঝমাঠ থেকে আক্রমণে ওঠা জুয়েল গোলরক্ষককে কাটিয়ে ব্যবধান আরও বাড়িয়ে দেন। ৬৬তম ও ৭৫তম মিনিটে জোড়া গোলে হ্যাটট্রিক পূরণ করেন বেলফোর্ট। শেষ দিকে হাইতির এই ফরোয়ার্ড আবারও জাল খুঁজে পান।

২৩ ম্যাচ শেষে তৃতীয় স্থানে থাকা আবাহনীর সংগ্রহ ৪৬ পয়েন্ট। এ জয়ে লিগের রানার্সআপ হয়ে এএফসি কাপের পরের মৌসুমে খেলার আশা বাঁচিয়ে রাখল দলটি। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।