ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

জয়ের ধারা ধরে রেখেছে পিএসজি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, সেপ্টেম্বর ২৬, ২০২১
জয়ের ধারা ধরে রেখেছে পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানে শুরুটা দারুণ করা পিএসজি জয়ের ধারা ধরে রেখেছ। মোঁপেলিয়েকে ২-০ গোলে হারায় মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

শনিবার রাতের এই ম্যাচে পিএসজির হয়ে একটি করে গোল করেন ইদ্রিসা গেয়ি ও ইউলিয়ান ড্র্যাক্সলার।

ঘরের মাঠে শুরু থেকে মোঁপেলিয়েকে চেপে ধরা পিএসজির হয়ে চোটের কারণে লিওনেল মেসি এ ম্যাচেও খেলতে পারেননি। তবে চতুর্দশ মিনিটে এগিয়েও যায় দলটি। আনহেল দি মারিয়ার কাছ থেকে বল পেয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন গেয়ি। ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল পাননি গোলরক্ষক।

ম্যাচের একেবারে শেষে ৮৮তম মিনিটে দি মারিয়ার জায়গায় মাঠে নামেন ড্রাক্সলার। কয়েক সেকন্ড পর তাকে খুঁজে নেন নেইমার। বাকিটা সারেন জার্মান মিডফিল্ডার। তার শট সফরকারী গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলে জালে জড়ায়।

লিগে ৮ ম্যাচে টানা অষ্টম জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে মার্সেই। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে মোঁপেলিয়ে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।