ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ফুটবল

ইউরোপের ‘গোল্ডেন বয়’ বার্সেলোনার পেদ্রি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৫, নভেম্বর ২৩, ২০২১
ইউরোপের ‘গোল্ডেন বয়’ বার্সেলোনার পেদ্রি

গত মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রি জিতে নিলেন এবারের গোল্ডেন বয় অ্যাওয়ার্ড। সোমবার (২২ নভেম্বর) ইউরোপের সেরা তরুণ প্লেয়ার হিসেবে পেদ্রির নাম ঘোষণা করা হয়।

ইউরোপের ২১ বছর বা তার থেকে কম বয়সী ফুটবলারকে এই পুরস্কার দেয় ইতালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত। ২০২১ সালে বার্সেলোনা ও স্পেনের হয়ে দারুণ খেলে এই খেতাব অর্জন করেন পেদ্রি। এর আগে প্রথমবারের মতো বার্সেলোনার হয়ে ২০০৫ সালে এই পুরস্কার পেয়েছিলেন লিওনেল মেসি।  

গত বছর গোল্ডে বয় অ্যাওয়ার্ড জিতেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড আর্লিং হালান্ড। এর আগের মৌসুমে পুরস্কারটি নিজের করে নিয়েছিলেন পর্তুগিজ ফরোয়াড জোয়াও ফেলিক্স। তবে এবারের মৌসুমে হালান্ডের সতীর্থ জুড বেলিংহ্যামকে রেকর্ড ভোটের ব্যবধানে পেছনে ফেলে গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতে নেন পেদ্রি।

আগামী মাসের ১৩ তারিখ তুরিনে এক অনুষ্ঠানে পেদ্রিকে পুরস্কৃত করা হবে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।