ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ড্র করে বিপদ বাড়াল বার্সা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
ড্র করে বিপদ বাড়াল বার্সা

বেনফিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কায় পড়েছে বার্সেলোনা। এ ম্যাচ জিতলেই নকআউট পর্বের টিকিট কাটার নিশ্চয়তা পেত জাভির শিষ্যরা।

গ্রুপ ‘ই’তে মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যুতে এই ড্রয়ে কঠিন সমীকরণের সামনে পড়ে গেল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

অন্যদিকে আগেই নকআউট পর্বের টিকেট নিশ্চিত করা বায়ার্ন মিউনিখ একই সময়ে দিনামো কিয়েভের মাঠে ২-১ গোলে জিতেছে। ওভারহেড কিকে লেভানদোভস্কি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে কোমান। বিরতির পর একটি শোধ করে স্বাগতিকরা।

ইউরোপ সেরার লিগে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত বায়ার্নের। ৭ পয়েন্ট নিয়ে এখনও অবশ্য দুই নম্বরে আছে বার্সেলোনা। তবে শেষ ম্যাচে তাদের খেলতে হবে জার্মান চ্যাম্পিয়নদের মাঠে। ওই দিন জিততেই হবে তাদের, নয়তো তাকিয়ে থাকতে হবে আরেক ম্যাচে। আর ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা বেনফিকা খেলবে ১ পয়েন্ট নিয়ে তলানির দল দিনামো কিয়েভের মাঠে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।