ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রোনালদো-সাঞ্চোর গোলে নক আউটে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
রোনালদো-সাঞ্চোর গোলে নক আউটে ম্যানইউ

ক্রিস্টিয়ানো রোনালদো ও জ্যাডন সাঞ্চোর গোলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ‘এফ’ গ্রুপে ভিয়ারিয়ালকে ২-০ গোল হারিয়েছে দলটি।

মঙ্গলবার দিবাগত রাতের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে জয় পাওয়ায় পরের রাউন্ড নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

ওলে গানার শুলসার বরখাস্ত হওয়ার পর অন্তবর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধিনে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ম্যানইউ। ভিলারিয়ালের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৭৮তম মিনিটে রোনালদো গোল করে এগিয়ে দেন ম্যানইউকে।

ম্যাচের ৯০তম মিনিটে জ্যাডন সাঞ্চো গোল করে ম্যানইউর ২-০ গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রইল ম্যানইউ। একই সঙ্গে তারা নিশ্চিত করেছে শেষ ষোলো। সমান ম্যাচে ভিয়ারিয়ালের সংগ্রহ ৭ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।