খাগড়াছড়ি: খাগড়াছড়িতে শেখ রাসেল প্রমিলা ফুটবল টুর্নামেন্টের শিরোপ জিতলো পানছড়ির চেঙ্গী উপবন সমবায় সমিতি। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) টুর্নামেন্টের ফাইনাল খেলায় চেঙ্গী উপবনের কিশোরীরা ১-০ ব্যবধানে হারিয়েছে খাগড়াছড়ি ফুটবল একাডেমিকে।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল প্রমিলা ফুটবল টুর্নামেন্টের অর্থায়ন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। জেলার ৮টি প্রমিলা দল এতে অংশ নয়।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পোরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শান আলম, জেলা ক্রীড়া সংস্থার সেক্রটারি জুয়ল চাকমা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এডি/আরইউ