ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগে শেখ জামাল ক্রীড়া চক্রের জয়

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগে শেখ জামাল ক্রীড়া চক্রের জয়

স্ট্রাইকার আশরাফুলের হ্যাটট্রিকের সুবাদে ফরিদপুরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগে বড় ব্যবধানে জয়লাভ করেছে শেখ জামাল ক্রীড়া চক্র।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে চলতি লিগে শুভ সূচনা করেছে শেখ জামাল ক্রীড়া চক্র।

আশরাফুল খেলার প্রথমার্ধে একটি গোল এবং দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করে তার দলকে জয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

খেলাটি পরিচালনা করেন রুবেল হোসেন, মাহফুজুর রহমান ও মাসুদ মিয়া। চতুর্থ রেফারি মোহাম্মদ আশরাফুল।

প্রতিযোগিতায় আগামীকাল শুক্রবারের খেলায় লক্ষীপুর যুব সংঘ মোকাবিলা করবে প্রতিবেশী সবুজ সেনা ক্লাবের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।