ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ইয়াসিন ট্রফি জিতলেন ডোনারুম্মা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
ইয়াসিন ট্রফি জিতলেন ডোনারুম্মা

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেওয়া ইয়াসিন ট্রফি জিতে নিলেন জিয়ানলুইজি ডোনারুম্মা। গত মৌসুমে ইতালি ও এসি মিলানের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এ গোলরক্ষককে প্যারিসে সোমবার রাতে এক জমকালো অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়।

পিএসজির হয়ে খেলা এই খেলোয়াড় একমাত্র গোলরক্ষক যিনি ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। গত মৌসুমে ইতিহাসের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে উয়েফা ইউরোর সেরা ফুটবলারের তকমা পেয়েছেন তিনি। ১৯৯২ সালে সর্বপ্রথম গোলরক্ষক হিসেবে পুরস্কারটি জিতেছিলেন পিটার মাইকেল।

১৯৬৮ সালের পর গত মৌসুমে উয়েফা ইউরো শিরোপা জিতে ইতালি। জমজমাট এক ফাইনালের শেষ মুহূর্তের টাইব্রেকারে দুইটি পেনাল্টি ঠেকিয়ে দলকে এ জয় এনে দেন ডোনারুম্মা। তাছাড়া গত মৌসুমে এসি মিলানের হয়ে খেলা এই গোলরক্ষক জিতে নেন সিরি’আর সেরা গোলরক্ষকের পুরস্কার।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।