ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন

নেপালের সঙ্গে ড্রয়ের পর ভুটানকে হারিয়ে জয়ে ফিরেছিল বাংলাদেশের মেয়েরা। এবার ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলেন তহুরা-মারিয়ারা।

শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ।  ম্যাচের শুরুতেই স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন শামসুন্নাহার সিনিয়র।

৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো স্বাগতিকরা। অন্যদিকে সমান ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপাল।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ড্র দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ভুটানকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারায় গোলাম রব্বানী ছোটনের দল।

রোববার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।