ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

প্রিমিয়ার লিগে রোনালদোর গোলের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, এপ্রিল ২৩, ২০২২
প্রিমিয়ার লিগে রোনালদোর গোলের সেঞ্চুরি

সদ্যোজাত ছেলেসন্তানের মৃত্যুশোক ভুলে মাঠে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ফিরেই নতুন এক মাইলফলকে পা রাখলেন পর্তুগিজ উইঙ্গার।

ইংলিশ প্রিমিয়ার লিগে শততম গোলের দেখা পেলেন তিনি।

আজ শনিবার আর্সেনালের বিপক্ষে মাঠে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচেই অলরেডদের জার্সি গায়ে নিজের শততম গোল করেছেন রোনালদো। প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি স্পর্শ করতে তিনি খেলেছেন ২২৩ ম্যাচ। ২০০৩ সালে ম্যানইউতে যোগ দেওয়ার পর ২০০৮-০৯ মৌসুমে পর্যন্ত ১৯৬ ম্যাচ খেলে রোনালদো করেছিলেন ৮৪টি লিগ গোল। আর দ্বিতীয় দফায় এ মৌসুমে যোগ দিয়ে ২৭ ম্যাচে গোলসংখ্যা ১৬।

রোনালদো গোল পেলেও ম্যাচে তার দল পিছিয়ে পড়েছে শুরুতেই। প্রথম ৩২ মিনিটের মধ্যেই তারা হজম করেছে ২ গোল। এরপর ৩৪তম মিনিটে লক্ষ্যভেদ করে ব্যবধান কমান রোনালদো। বাঁদিক থেকে নুয়ান মাতিচের দারুণ ক্রসে বল পেনাল্টি এরিয়ায় পেয়ে দুই ডিফেন্ডারকে কাটান এই উইঙ্গার এবং সঙ্গে সঙ্গে গোলরক্ষক রামসডেলকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮০তম মিনিটের খেলা চলছে এবং আর্সেনাল এগিয়ে আছে ৩-১ গোলে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।