ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বর্ষসেরা কোচ ব্রুজোন, সেরা খেলোয়াড়ের তালিকায় তপু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মে ১৭, ২০২২
বর্ষসেরা কোচ ব্রুজোন, সেরা খেলোয়াড়ের তালিকায় তপু

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন এবং বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তপু বর্মন।

আগামী শুক্রবার (৩ জুন) বেলা ৩টায় আয়োজিত হবে ক্রীড়াঙ্গনের মিলনমেলাখ্যাত কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড।

এদিন ২০২০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনার পাশাপাশি ২০২১ সালে বিভিন্ন খেলায় সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হবে।  

বিএসপিএ’র ২০২১ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় রয়েছেন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, ফুটবলার তপু বর্মন ও আর্চার দিয়া সিদ্দিকী। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২১ এর সংক্ষিপ্ত তালিকায় মিরাজ, তপুর সঙ্গে আছেন ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা।

এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এই বছর ১৬টি বিভাগে সর্বমোট ১৯জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। আগামী ২০ মে থেকে ৩০ মে পর্যন্ত বিএসপিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের ভোটিং করা যাবে।

উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মে ১৭, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।