ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার পর আজ মাঠে নামবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জুন ২, ২০২২
আর্জেন্টিনার পর আজ মাঠে নামবে ব্রাজিল

গতকাল (১ জুন) দিবাগত রাতে ইতালির বিপক্ষে ফিনালিসিমা ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। মর্যাদার লড়াইয়ে ইউরোপ সেরাদের হারিয়ে দিয়েছে লাতিন আমেরিকার দলটি।

আজ (২ জুন) আর্ন্তজাতিক ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল পাঁচটা স্বাগতিক দক্ষিণ কোরিয়ার সিউল ওয়ার্ল্ডকাপ মাঠে মুখোমুখি হবে এই দুই দল।

বাংলাদেশ থেকে ম্যাচটি দেখতে হবে অনলাইন প্লাটফর্মে। ‘বিইএন স্পোর্টস ৩’ এবং ফুবো টিভিতে লাইভ দেখা যাবে ম্যাচটি।  

দুই দলই ২০২২ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। দক্ষিণ কোরিয়া গত ৯ বিশ্বকাপেই মূলপর্বে খেলেছে। ২০০২ আসরে তো চতুর্থ স্থান অর্জন করেছিল। ২০১০ বিশ্বকাপে তারা খেলে শেষ ষোলোতে।

অন্যদিকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে চলতি বছর কাতারে যাবে ব্রাজিল। সেলেসাওরা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। গত চার আসরের তিনটিতেই কোয়ার্টার ফাইনাল খেললেও শিরোপা স্বপ্ন পূরণ হয়নি তাদের।

সন্দেহ নেই, ব্রাজিল সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে এবার বাছাইপর্বে তারা বেশ ভয়ংকর ছিল। ১৭ ম্যাচের মধ্যে একটিও হারেনি, জিতেছে ১৪টি, ড্র তিন ম্যাচ। গ্রুপে আর্জেন্টিনার থেকে ছয় পয়েন্ট বেশি নিয়ে বিশ্বকাপে নাম লিখিয়েছে ।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মে ০২, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।