ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নতুন রেফারি প্রশিক্ষণ কোর্স শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুন ১৩, ২০২২
নতুন রেফারি প্রশিক্ষণ কোর্স শুরু

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আজ (১৩ জুন) থেকে শুরু হয়েছে ‘নতুন রেফারি প্রশিক্ষণ ২০২২’ ব্যাচ-১ শুরু হয়েছে। আগামী ১৭ জুন পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কোর্স।

এ কোর্সে সকল জেলা হতে ৩৯ জন অংশগ্রহণ করেছেন।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী দিনে আজ উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। এছাড়াও রেফারিজ কমিটির সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই কোর্সের টেকনিক্যাল ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বাফুফে হেড অব রেফারি আজাদ রহমান এবং তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু। ফিটনেস ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন সুজিত কুমার ব্যানার্জী।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ১৩, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।