ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

২৯ আগস্ট থেকে শুরু হচ্ছে মেয়েদের সাফ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
২৯ আগস্ট থেকে শুরু হচ্ছে মেয়েদের সাফ

অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটির কারণে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে গিয়েছিল। এবার মেয়েদের সাফের নতুন তারিখ নির্ধারিত হয়েছে।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ।

নেপালে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। পকিস্তান ফিফার নিষেধাজ্ঞায় ছিল বলে দেশটিকে বাদ দিয়েই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কয়েকদিন আগে পাকিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফিফা। এখন দেশটি চাইলে মেয়েদের এই টুর্নামেন্ট খেলতে পারবে।

এটি হবে নারীদের ষষ্ঠ সাফ চ্যাম্পিয়নশিপে। ২০১০ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের সবক'টি আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশ একবার ফাইনাল খেলেছিল। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে হেরেছিল স্বাগতিকদের কছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।