ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বাংলাদেশকে কম্বোডিয়ায় খেলতে যাওয়ার প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
বাংলাদেশকে কম্বোডিয়ায় খেলতে যাওয়ার প্রস্তাব

সেপ্টেম্বরের প্রীতি ম্যাচ খেলতে চারটি দেশকে খেলার আমন্ত্রন জানিয়েছিলে বাফুফে। কম্বোডিয়া, গুয়াম, চাইনিজ তাইপে ও লাওসকে খেলার আমন্ত্রন জানিয়েছিল বাফুফে।

আগামী ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর এই সময়কালে দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এখন পর্যন্ত বাফুফের প্রস্তাবে সাড়া দিয়েছে কম্বোডিয়া। তবে তাদের চাহিদা মিলছে না বাফুফের সঙ্গে।

জাপান অনূর্ধ্ব-২৩, বাংলাদেশ জাতীয় দল, কম্বোডিয়া জাতীয় দল এবং কম্বোডিয়া অনূর্ধ্ব-২৩ দল নিয়ে একটি সিরিজ আয়োজন করতে চায় কম্বোডিয়া।

বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘খেলাগুলোর ফরম্যাট কেমন হবে জানিয়েছে কম্বোডিয়া। একটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও কম্বোডিয়া এবং আরেকটি ম্যাচ খেলবে জাপান অনূর্ধ্ব-২৩ দল ও কম্বোডিয়া অনূর্ধ্ব-২৩ দল। এই দুই ম্যাচের জয়ী দুই দল খেলবে আরেকটি ম্যাচ, পরাজিত দুই দল খেলবে আরেকটি ম্যাচ। প্রতিটি দলের তখন দুটি করে ম্যাচ খেলা হবে। ’

তবে এই ফরম্যাটে খেলতে এখন পর্যন্ত রাজি না বাফুফে। বাফুফে সাধারণ সম্পাদক সোহাগ বলেন, ‘আমরা বিষয়টি আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টকে জানিয়েছি এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যানের সঙ্গে শেয়ার করেছি। ফিডব্যাক কি হয় সেটা আমরা জানাবো। তবে প্রাথমিকভাবে টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে ইতিবাচক ফিডব্যাক পাইনি। ’

‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যেকোনো জাতীয় দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলা। আমরা আবার কম্বোডিয়াকে জানাবো যে, তাদের জাতীয় দলের সঙ্গেই দুটি ম্যাচ খেলতে চাই। যোগাযোগ চলছে। আশা করি, সোম-মঙ্গলবারের মধ্যে জানানো যাবে যে কম্বোডিয়ার সঙ্গে আমাদের খেলা সম্ভব কি না। কম্বোডিয়ার চাওয়া হলো সেখানে গিয়ে আমাদের খেলতে হবে। দরকার হলে আমরা সেখানে গিয়েই ম্যাচ খেলবো। ’

বাংলাদেশ সময়: ২০২২ঘণ্টা, জুলাই ১৬, ২০২২

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।